নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ডোমার পৌরসভা কাজীপাড়া এলাকায় লাভলী বেগম (৪০) নামে এক নারীকে ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল। আটককৃত নারীর দেওয়া তথ্যমতে ডোমার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপার(৪৩) কাজীপাড়াস্থ বাড়ীর শয়ন ঘরের ওয়ারড্রবের ভিতর থেকে ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক লাভলী বেগমসহ রুপাকে আসামী করে থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ্জু করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহষ্পতিবার দুপুরে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্য যোগদানকৃত পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে দলটি ডোমার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করেন।
ওইদিন বিকালে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাজীপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে বাদশা মিয়াকে(৩৫) হাফ গ্রাম হিরোইন ও কলেজপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে আবু কালামকে(৫০) পঞ্চাশ গ্রাম গাজাঁসহ আটক করেন। সেসময় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাদশা মিয়াকে দুইমাসের বিনাশ্রম কারাদন্ড এবং দুইশত টাকা অর্থদন্ড ও আবু কালামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দুইশত টাকা অর্থদন্ড প্রদান করেন।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, চলমান মাদক দ্রব্য নির্মূল অভিযানে মাদক সম্রাজ্ঞী রুপারসহ দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ্জু করা হয়েছে ও অপর দুইজনকে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে দুইশত টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।