মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টারঃ

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের জাকির তালুকদার (৪৮) তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে নড়াইল আদালত।

সোমবার ২৫অক্টোবর সকাল ১০ঃ৩০মিনিটের সময় স্পেশাল ট্রাইব্যুনাল -১ এর বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

মোঃ জাকির ওরফে লিয়াকত হোসেন, কলাবাড়িয়া গ্রামের সামছুল হক শ্যাম তালুকদারের সন্তান।রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরনে জানা যায় ২০১৬ সালেন ১২আগষ্ট নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাঃবিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে ৬ এর একটি দল।

এঘটনায় নড়াইলের নড়াগাতী থানায় মামলা দায়ের করে। সাক্ষীদের সাক্ষ্যপ্রমান শেষে জাকির তালুকদারকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।

এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করে নড়াইল জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।