মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়ার খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা পড়বে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের একটি গণমাধ্যমের সূত্র জানায়, মালয়েশিয়ায় কর্মী যাওয়ার বাংলাদেশ অংশের খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৬ জুলাই) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে মন্ত্রণালয়। এর আগে ২০১৮ সালের ১ সেপ্টেম্বর মালয়েশিয়া সরকার হঠাৎ করেই দেশটিতে কর্মী যাওয়া বন্ধ ঘোষণা করে।

বন্ধ হওয়ার প্রায় সাড়ে তিন বছর পর কর্মী পাঠানোর ব্যাপারে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়। এ বছরের ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।