২০২৩ সাল থেকে ব্রুনাইয়ের কাছে বছরে ১.৫ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ব্রুনাইয়ের দারুসাসালামে অনুষ্ঠিত সভায় এ সহযোগিতা চাওয়া হয়।

সভায় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্বালানি উপমন্ত্রী ইয়ং হাজি মাতসাটেজা বিন সোকাইয়া নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

সভা শেষে নসরুল হামিদ বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ব্রুনাই থেকে গড়ে দুই লাখ ১০ হাজার মেট্রিক টন ডিজেল ডেফার্ড পেমেন্টে (বিলম্বে অর্থ পরিশোধ) আমদানির বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে নতুন করে চুক্তি করতে হবে।

দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সভায় তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে এলএনজি এবং অন্যান্য পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।