১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাচালিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিট উৎপাদনে যাচ্ছে অক্টোবর মাসে।

• ২য় ইউনিট চালু হবে আগামী বছরের মার্চে;
• বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা;
• পুরো প্রকল্পের প্রস্তুতি ৮২ দশমিক ২৫ শতাংশ শেষ হয়েছে;
• প্রতিটি কয়লা ‘শেডের’ মজুদ সক্ষমতা আড়াই লাখ মেট্রিক টন।

চারটিতে মোট ১০ লাখ টন কয়লা মজুদ করে রাখা সম্ভব হবে। এ পরিমাণ কয়লা দিয়ে তিন মাস বিদ্যুত উৎপাদন সম্ভব।


• ধোঁয়া নির্গমনে ২৭৫ মিটার উচ্চতার চিমনি ব্যবহার করা হচ্ছে। আর সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যেন পরিবেশের ওপর ঝুঁকির মাত্রা সর্বনিম্ন থাকে।


• এ ছাড়া বাতাসে ধোঁয়া ছাড়ার আগে এফজিডি (দ্য ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন) সিস্টেম ব্যবহার করা হচ্ছে।