বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে ঢাকা-ভুটান। উভয় পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধার জন্য জলবিদ্যুৎ বিনিয়োগে সহযোগিতার বিষয়ে এমওইউ নিয়ে এগিয়ে যেতে সম্মত হন। বুধবার (৩০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলম্বোতে ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. তান্ডি দর্জি। এ সময় উভয় পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করতে সম্মত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারের বিষয়ে ট্রানজিট চুক্তি এবং স্ট্যান্ডার্ড অপরেটিং সিস্টেম (এসওপি) দ্রুত সমাপ্ত করার ওপর জোর দেন। দ্বিপাক্ষিক বাণিজ্য পণ্য পরিবহনের জন্য নতুন এলসিএস/ল্যান্ডপোর্ট খোলারও অনুরোধ করেন।

তিনি ভুটানের প্রতি সব ধরনের সহায়তা, বিশেষ করে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ থেকে পাঠানো ওষুধের জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানান।

 

 

কলমকথা/ বিথী