আইন লঙ্ঘন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বলে দাবি করেছে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

জ্বালানি বিভাগও আইনের বিপরীতে গিয়ে সেই প্রস্তাব অনুমোদন করেছে বলে জানান তারা। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব দাবি করে ক্যাব।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন বাতিল বা প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্যাব বলছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আমলাতান্ত্রিক, রাজনৈতিক নয়।

এখানে ব্যবসায়িক দিক বিবেচনায় নেওয়া হয়েছে, সরকারের কাজ ব্যবসা করা নয়। তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের সঙ্গে পরিবহনভাড়া বাড়ানোর সিদ্ধান্তও বাতিলের দাবি জানিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি। অন্যথায় আইনের আশ্রয়ের কথা বলেন তারা।