বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার এক বার্তায় দেশটির জনগণ ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান পাক প্রধানমন্ত্রী। অভিনন্দনের পাশাপাশি তিনি শেখ হাসিনাকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানান।
বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীর মূল্যায়ন করে।
‘বাংলাদেশের শতবর্ষ ও সুবর্ণজয়ন্তী আমাদের দুদেশের মধ্যে পুনর্মিলন এবং বন্ধুত্বের দূরদর্শী দৃষ্টিভঙ্গির স্মরণ করিয়ে দেয়। ’
পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, আমাদের গভীর সম্পর্ক এগিয়ে নিতে আমি আপনাকে (শেখ হাসিনা) পাকিস্তান সফরের আমন্ত্রণ জানাই। আমি আশাবাদী এতে আমাদের ভ্রাতৃত্ব সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে।
বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের দীর্ঘজীবন কামনা করেন ইমরান খান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।