সারা দেশে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। এর মধ্যে অর্ধেকই কক্সবাজারের বাসিন্দা। রোববার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। এর মধ্যে কেবল কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন ১৫ জন। এছাড়া, জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৬৬ জন চিকিৎসা নিয়েছেন। তবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৮৮ জন।
আরোও পড়ুন: পরকীয়ায় জড়িয়ে যেসব অজুহাত দেয় পুরুষরা
চার নম্বরে ব্যাটিংয়ে নামবেন লিটন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, কক্সবাজারের পর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকায়। এ বছর ঢাকায় ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন । এছাড়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে তিন জন মারা গেছেন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৪৯ জন। আর বাকি ১৭৪ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হন। পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৩৩৫ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।