![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2024/11/IMG-20241113-WA0031.jpg)
ডা. আজাদ খান,ব্যুরো চিফ ময়মনসিংহ বিভাগ: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে বুধবার (১৩ নভেম্বর/২৪) জামালপুর কুটামনি উচ্চ বিদ্যালয়, কুটামনিতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহাররোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক স্টুডেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইন অনুষ্ঠাটির সভাপতিত্ব করেন কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুকুমার সাহা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, জামালপুর এবং জনাব গৌতম চন্দ্র চন্দ, বিভাগীয় সমন্বয়কারী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহিদ পিংকি।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। তিনি “প্লাস্টিক দূষণের মারাত্মক ঝুঁকিতে মাটি, পানি, বায়ু, কৃষি ও জলাশয়” বিষয়ক একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, যেখানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে পরিবেশের ওপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক দূষণ রোধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং শিক্ষার্থীদের মধ্যে প্লাস্টিক ব্যবহার সীমিত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন, বিশেষ করে শিক্ষার্থীরা যাতে তাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতি নিতে পারে, এ বিষয়ে উৎসাহিত করেন।
এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।