অদ্য আজ ০২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ২০২১ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ এলডিডিপি প্রকল্পের লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের (এলএসপি) জন্য আয়োজিত ২১দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের ২০ তম ব্যাচের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব চন্দন কুমার পোদ্দার, জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা, কুমিল্লা, পরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ আব্দুল কাদের, যুগ্ম পরিচালক প্রশিক্ষণ আফরীন খান,কোর্স সমন্বয়ক, জনাব আজমা মাহমুদা,কোর্স পরিচালক ও যুগ্ম পরিচালক (পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার), জনাব কাজী ফয়েজ আহমেদ, সহকারী কোর্স পরিচালক ও সহকারী পরিচালক (পল্লী শিক্ষা ও সমাজ উন্নয়ন) বার্ড । এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত প্রশিক্ষণ কোর্সে আবুল মনসুর, এসএম মঈন উদ্দিন ,মহাম্মদ কুতুবুদ্দিন, মোঃ তহিদুল ইসলাম, আব্দুল মাবুদ সজীব ,মোঃ আবু সিদ্দিক, মোঃ বেলায়েত হোসেন, মর্জিনা বেগম, মোহাম্মদ ফরহাদ উদ্দিন, মোঃ মহিউদ্দিন মোহাম্মদ ,আবিদ হোসেন ,মোঃ সাইদুর রহমান ,মোঃ ইসমাইল হোসেন ,মোঃ মনিরুল হক, মোঃ আবু রায়হান ,মোহাম্মদ শাহিদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, মনির উদ্দিন, রুহুল আমিন, ফারজানা বেগম নাইমা, ইয়াসমিন
মোঃ জামাল উদ্দিন ,আব্বাস উদ্দিন, নুরুল হোসেন মোঃ শূয়াইব ,শাহাদাত কবির, আব্দুল খালেক মানিক, ফেন্সি রানী দে, নুরুল ইসলাম, লুবনা আক্তার তানিয়া, শ্রী প্রসেনজিৎ বিশ্বাস ,ইসমাইল হোসেন, ফিরোজ আলম, জানে আলম, শ্রী জীবসী শীল ,শ্রী উল্লাস চৌধুরী ,শাহেদ উদ দ্দৌলা চৌধুরী, সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফরিদপুর ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার মোট ৩৯ জন এলএসপি অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জীবনের প্রথম অধ্যায় হচ্ছে তার প্রশিক্ষণ কর্মদক্ষতা বিকশিত করার এক অধ্যায়ঃ বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে সময়োপযোগী ও অত্যন্ত দৃষ্টান্তমূলক দুধ ও মাংসের স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যে কাজটি করে যাচ্ছে এটি সময় উপযোগী ও প্রগতিশীল ।

পরে লাইভস্টক সার্ভিস প্রোভাইডার দের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক তুলে দেন মহাপরিচালক মহোদয় এর হাতে ও সকল শিক্ষার্থীর হাতে একটি করে সনদপত্র তুলে দেন।