রাজধানীর ঢাবির শহীদুল্লাহ হলের সামনে দোয়েল চত্বরের পাশে রাস্তার উপর থেকে মো. মাসুদ (৪৫) নামে এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (২৬ মার্চ) সকাল ৯টায় শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শাহরিয়ার জানান, খবর পেয়ে ঢাবির শহিদুল্লাহ হলের সামনে দোয়েল চত্বরের পাশে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, স্থানীয়রা জানায় ওই ব্যক্তির নাম মাসুদ। তিনি ওই এলাকাতেই ভবঘুরে হিসেবে থাকতেন এবং ঘুমাতেন।
গতকাল রাত থেকে আজ সকালের মধ্যে কোন একটি সময়ে অসুস্থ হয়ে সে মৃত্যুবরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরো জানান, ক্রাইমসিনের ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যাবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।