মানিকগঞ্জ পৌরসভায় আমেনা বেগম (৭০) নামের এক মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় ছেলে ফিরোজকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের বান্দুটিয়া এলাকা থেকে মায়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। আমেনা বেগম ওই এলাকার মৃত অহেদ আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

তার মেয়ে রাবেয়া জানান, প্রায় দেড় মাস আগে বিদেশ থেকে দেশে ফেরে ছেলে ফিরোজ। এরপর মায়ের সঙ্গে একই বসতঘরে থাকতে শুরু করে। তার মাথায় সমস্যা থাকায় তাকে এরমধ্যে চিকিৎসাও দেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ছেলে ফিরোজ মধ্যরাতে বসতঘরের প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দেয়। আর নিহত ফিরোজা দীর্ঘদিন ধরে হাই পেশার, ডায়াবেটিকসহ নানা সমস্যায় ভূগছিলেন। ময়নাতদন্তের রিপোর্টর পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

কলমকথা/ বিথী