বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্টভূক্ত আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (৭ ফেব্রুয়ারী) ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত রোববার রাতে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে মালিখালী গ্রাম থেকে ৪০ গ্রাম গাঁজাসহ সেলিম শেখ নামের একজনকে গ্রেফতার করেন। সেলিম শেখ মালিখালী গ্রামের চাঁন শেখের ছেলে। এ ঘটনায় এসআই মনিরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ৩। একই রাতে পুলিশ অভিযান চালিয়ে চরঘোষপুর গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি আবু জালালকে গ্রেফতার করেন। ফৌজদারি কার্যবিধি ৫১ ধারার অপরাধে কাটাগড় গ্রামের ফরিদ মোল্যা, সহস্রাইল গ্রামের সৈয়দ রতন আলী, রামদেবনগর গ্রামের কামরুল শেখ, ধোপাপাড়া গ্রামের লাইজুর শেখ, জালিয়াডাঙ্গা গ্রামের লুৎফর রহমান, ধোপাপাড়া গ্রামের আমিন শেখকে গ্রেফতার করা হয়।
এসআই মামুন অর রশিদ বলেন, মাদক, ওয়ারেন্টভুক্ত, ফৌজদারি কার্যবিধি ৫১ ধারার অপরাধে মোট ৮জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
তৈয়বুর রহমান কিশোর
প্রতিনিধি
বোয়ালমারী, ফরিদপুর
তাং ৭.২.২২
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।