কেশবপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরে রবি/ ২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, শীতকালীন পেঁয়াজ, মুগ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৪০১৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে ৪০১৫ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সার ও বাজ বিতরণ অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম বক্তব্য রাখেন এবং কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক,
আরোও পড়ুন:
কেশবপুরে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক জমি দখল, থানায় মামল
উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, উপ-সহকারী অনাথ বন্ধু দাস, অচ্যুৎ গাইন, রুস্তম আলী, সাজু আহমেদ সহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।