জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
টাঙ্গাইল পৌরউদ্যানে নেতা-কর্মীরা প্রজ্জলিত মোমবাতি হাতে জড়ো হন। পরে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শিশির দাস, নিশিথ খান, মামুন, এরশাদ আলী, শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য পূর্ণ সরকার অনুভব কুমার, সজীব দাস, নাসির খান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।