তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে শ্যালো মেশিন চালু দিতে গিয়ে মো. ফজলুক হক মল্লিক(৪০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার(০১ জানুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার ছোট ভাইজোড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত্যু ফজলুক হক মল্লিক উপজেলার ছোটভাইজোরা এলাকার বারেক মল্লিক এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের ছোটভাইজোড়া এরাকায় মো.ফজলুক হক মল্লিক(৪০) কৃষি কাজ করেন। কৃষি কাজে তিনি একটি শ্যালো মেশিন ক্রয় করেন জমিতে পানি দেওয়ার জন্য।
শ্যালো মেশিনটি নিজ জমিতে পানিতে দেওয়ার জন্য চালু করতে যায় এসময় মেশিনের একটি যন্ত্র ছিটকে ফজলুক হক মল্লিকের মাথার লাগার সাথে সাথেই মগজ ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষাণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।