মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে রো রো ফেরি আমানত শাহডুবির ঘটনায় চার দিনের মাথায় বিআইডব্লিউটিএ’র আরও একটি উদ্ধারকারী জাহাজ রুস্তম যোগ দিয়েছে।
শনিবার সকাল পৌনে ১০ টার দিকে ডুবে যাওয়া ফেরি তুলতে শিমুলিয়াঘাট থেকে বিআইডব্লিউটিএর নিজস্ব উদ্ধারকারী জাহাজ রুস্তম পাটুরিয়া ফেরিঘাটে এসে পৌঁছেছে।
বিআইডব্লিটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু ডুবে যাওয়া যানবাহনের মধ্যে আরও দুটি পণ্যবোঝাই ট্রাক রয়েছে। এ দুটিও খুব দ্রুত সময়ের মধ্যে তোলা হবে।
যানবাহনগুলোকে তোলার পর ফেরি তোলার প্রক্রিয়া শুরু হবে। সে জন্য উদ্ধারকারী জাহাজ রুস্তমকে আনা হয়েছে।