তাসনুবা ইসলাম মীম,আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গণে প্রাণ ফেরাতে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে দীর্ঘদিন পর বরগুনার আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। আমতলী সরকারি একে হাই স্কুল মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ”মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে” পৌর মেয়রের পৃষ্ঠপোষকতা।
আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উদ্বোধনী খেলায় আমতলী পৌরসভা ও আরপাঙ্গাসিয়া ইউ.পি অংশগ্রহণের মাধ্যমে খেলা উদ্বোধন করা হয়।আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউ.পি, আঠারগাছিয়া ইউ.পি, গুলিশাখালী ইউ.পি, কুকুয়া ইউপি, আমতলী ইউনিয়ন ইউ.পি, চাওড়া ইউ.পি, হলদিয়া ইউ.পি ও আমতলী পৌরসভা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। আমতলী উপজেলার পৌর মেয়র মতিউর রহমান সভাপতিত্বে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একে এম আবদুল্লাহ বিন রশিদ এছাড়াও বক্তব্য রাখেন মেয়র কাপ টুর্নামেন্টের বিশেষ অতিথিবৃন্দ ।
আমতলী উপজেলার পৌর মেয়র মতিউর রহমান বলেন, মাদকমুক্ত যুবসমাজ গড়তে ক্রীড়া ও সাংস্কৃতিক এর বিকল্প নেই তাই যুবকদের নিয়ে এই মেয়র কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।