নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলো— কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার পাটোয়ারী বাড়ির মো. রুপমের মেয়ে তাসনিন আক্তার (৩) ও তার ফুফুতো ভাই সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের তিন পুকুরিয়া এলাকার ছমদ আলী চৌকিদারবাড়ির নুরুজ্জামান রিপনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (৩) ও সুবর্ণচর উপজেলার চরক্লাক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সোহেলের মেয়ে বিবি মরিয়ম (১৬)। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ওই তিন শিশু পরিবারের সদস্যদের অগোচরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদের পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

সেনবাগ উপজেলার বাসিন্দা নিহত শিশুর চাচা ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু আবদুল্লাহ বসুরহাট পৌরসভায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে সেখানে পানিতে পড়ে মারা যায়। চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, ঘটনাটি জানা ছিল না। খোঁজখবর নিয়ে দেখছি।