প্রসেনজিৎ বিশ্বাস,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায়, আগামী ২৪ নভেম্বর পুনঃরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার ১৯ নভেম্বর এ তথ্য জানান। দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাধারণ সদস্য পদপ্রার্থী দু’জন সমান ভোট পায়। ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ফজলুল হক হারুন (মোরগ প্রতীক) এবং আনোয়ার হোসেন (ফুটবল প্রতীক) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে তারা দু’জনই পেয়েছেন ৩২৪ ভোট। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-২০১০ অনুসারে, পুনঃরায় ভোট গ্রহনের তারিখ ঘোষণা করেন রিটার্নিং অফিসার শেখ তানভীর আখতার। আগামী ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে পুনঃভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।