মোঃ এনামুল হক ,লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল সদর ২৪ শে আগষ্ট বুধবারে নড়াইলে কৃষকদের মাঝে ফলের চারা বিতরন করেন। নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে উদ্ধুদ্ধকরনের মাধ্যমে কৃষকের মাঝে ফলের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দিপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম প্রমূখ। ৫০ জন কৃষকের মাঝে লেবু পেয়ারাসহ বিভিন্ন প্রকার ১৫০টি গাছের চারা বিতরন করা হয়। এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নড়াইলে কৃষকদের মাঝে ফলের চারা বিতরন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।