আজাদুল বারী, নাটোর বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। রবিবার সন্ধ্যায় বনপাড়াস্থ উপজেলা আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন- আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর উপজেলার দিয়ার গারফা এলাকায় এক পথসভায় লাইভ বক্তব্যের আংশিক ভিডিও কেটে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
যারা আ’লীগের মুখোশ পরে ধারাবাহিকভাবে নৌকার বিরোধীকতা করে আসছে আজ তারাই মিথ্যা তথ্য প্রচার করে আমাকে রাজনৈতিক ও ব্যাক্তিগত ভাবে হেয় পতিপন্ন করার চেষ্টা করছে। তিনি বিগত স্থানীয় সরকার নির্বাচনে নাটোর ৪-আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এর নৌকা বিরোধী অবস্থানসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আরো বলেন-
আমি নৌকা বিরোধী এসকল কুচক্রী মহলের বিরুদ্ধে দলীয় এবং আইনগত ব্যবস্থার দাবী জানাই। এসময় উপস্থিত ছিলেন প্রবীন আ’লীগ নেতা আব্দুস সোবাহান প্রাং, সাবেক ছাত্র নেতা টি এম মাসুদ করিম বাকি সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।