বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পৌরসভাধীন পাটবাড়ী গ্রামস্থ পৌর বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টার এর দক্ষিন পূর্ব কোনে পাকা রাস্তার উপর হতে আসামী শ্রী লিটন সাহা (৩০),নামে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (২নম্বেবার) সন্ধ্যা ৬.৩০ মিনিটে তাকে বেনাপোলের পৌর বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে দক্ষিন পূর্ব কোনে পাকা রাস্তার উপর হতে আসামী কে আটক করা হয়।
আটক লিটন সাহা মনিরামপুর থানার হোগলাডাঙ্গার অজিৎ সাহার ছেলে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ,জনাব মোঃ মামুন খান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ আসামীকে আটক করে।
বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বেনাপোল পোর্ট থানায় যোগদানের পর থেকেই একের পর এক মাদকের চালান আটক করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।