কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বৃহস্পতিবার সকালে মাছটি ১৬ হাজার টাকায় কিনে নেন এক মাছ ব্যবসায়ী।
এর আগে বুধবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের চর বাগুয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে বিশাল আকৃতির মাছটি ওই এলাকার জেলে আছর উদ্দিনের জালে আটকা পড়ে। তীরে মাছটি আনার পর ভিড় জমান উৎসুক জনতা।
জেলে আছর উদ্দিন জানান, এই মৌসুমে প্রায়ই বড় আকৃতির মাছ জালে ধরা পড়ছে। তার জালে এটাই প্রথম ধরা পড়ল। যার ওজন ১৬ কেজি ২০০ গ্রাম। এলাকায় দাম বনিবনা না হওয়ায় পাশ্ববর্তী থেতরাই ইউনিয়নের সাতদরগা বাজারে আড়তদারের কাছে মাছটি ১৬ হাজার টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী বাবু কৃঞ্চ চন্দ্র জানান, লাভের আশায় বাঘাইড় মাছটি ১৬ হাজার টাকায় কিনে নেন তিনি। দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন বলে আশা করেন তিনি।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বাঘাইড় একটি সংকটাপন্ন প্রজাতির মাছ। মৎস্য আইনে এটি শিকারের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে ছোট আকৃতির বাঘাইড় না ধরে বড় আকৃতির বাঘাইড় শিকারে কোনো বিধি-নিষেধ নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।