রাজধানীর শাহবাগ থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কথা হলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ ভূঁইয়া বলেন, নিহতের পরনে ছিল পুরাতন লুঙ্গি ও শার্ট। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।