বাপ্পী সরকার, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ১০ম শ্রেণির ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দেবহাটা উপজেলার টিকেট এলাকার তারক মন্ডলের বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুল ছাত্রী টিকেট এলাকার শান্তি রঞ্জন দাসের কন্যা পুর্ণিমা দাস। সে গাভা হাইস্কুলের ১০ শ্রেণির ছাত্রী। শুক্রবার সকালে তারকের বাগানে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, পুর্ণিমা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।ধারনা করা হচ্ছে কেউ তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাশ্ববর্তী তারক মন্ডলের বাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।
দেবহাটা থানার এস আই ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।