তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল হাই স্কুল মাঠে শহীদ ক্যাপ্টেন শেখ জামালের জন্মদিন উপলক্ষে কাজী আবুল কালাম স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এলাকাবাসীর দাবী উপেক্ষা করে বন্ধ করে দিলেন বোয়ালমারী উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান সৈয়দ রাসেল রেজা ও শেখর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কামাল আহমেদ।
খেলা বন্ধ করে দেওয়ার কারনে আশে-পাশের কয়েক হাজার দর্শক ওই ভাইস-চেয়ারম্যান্যান ও ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খেলাটি বন্ধ করে দেন।
এলাকা সুত্রে জানা যায়, সহস্রাইল হাই স্কুল মাঠে (শনিবার) ৬ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ জামালের জন্মদিন উপলক্ষে কাজী আবুল কালাম স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিলো।
এ খেলা বন্ধ করার জন্য উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান সৈয়দ রাসেল রেজা ও শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ একই সময় একই মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।
একই সময়ে দুই গ্রুপই একই মাঠে খেলার আয়োজন করায় সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ.আব্দুল ওহাব খেলার মাঠে উপস্থিত হয়ে খেলাটি বন্ধ করে দেন।
উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সিদ্দীক খান বলেন খেলা বন্ধ করার জন্য উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান সৈয়দ রাসেল রেজা ও শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ একই সময়ে একই মাঠে খেলার আয়োজন করেন।
তারা খেলার আয়োজন করায় দর্শক ও এলাকাবাসী বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, একই খেলার মাঠে উভয় গ্রুপ খেলার আয়োজন করেন। আমরা জানতে পারি খেলাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ সৃষ্টি হতে পারে।
তাই সংঘর্ষ ঠেকাতে আমি পুলিশ ফোর্স নিয়ে এসপি স্যারের নির্দেশে খেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন উপজেলা কর্মকর্তার কার্যলয়ে (শনিবার) সন্ধার পরে উভয় পক্ষের খেলার আয়োজকদের নিয়ে বসার কথা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, একই মাঠে একই সময়ে দুই গ্রুপ খেলার আয়োজন করায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। খেলা বন্ধ না করলে বড় ধরনের সংঘর্ষ হতে পারতো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।