জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাঘারপাড়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন
বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন যশোরের বাঘারপাড়ার নবাগত উপজেলা নির্বাহি অফিসার আ.ন.ম আবুজার গিফারী। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা , মহিলা ভাইস-চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আবু মোতালব তরফদার, মঞ্জুর রশিদ স্বপন, আমিনুর রহমান সরদার, বাবলু কুমার সাহা, রবিউল ইসলাম, সবদুল হোসেন খান, আসাদুজ্জামান মিটু, আরিফুল ইসলাম তিব্বত ও জাকির হোসেন। এ ছাড়াও শুভেচ্ছা জানাতে আসেন উপজেলা গ্রাম পুলিশ পরিষদের সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি গুরুপদ দেবনাথ, সাধারণ সম্পাদক দিলিপ কুমার বিশ্বাস , ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যক্তাদের পক্ষে শাহজাহান সাজু, রাসেল আহম্মদ, হাবিবুর রহমান, নাজমুল ইসলাম কাজল স্মতি সংসদ, বাঘারপাড়া উপজেলা তাঁতী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর আগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন।
১৭/০১/২০২২
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।