মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: ১৮ জানুয়ারি ২০২২খ্রিঃ বগুড়ায় সড়ক দূর্ঘটনায় হাসিব ইসলাম(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি পার্কের সামনে মোটরসাইকেল এবং বালুবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত হাসিব ইসলাম পৌরসভার কুঠিবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই মেহেদী হাসান আহত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান। ওসি মিজানুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে দীঘলকান্দি পার্কের সামনে মোটরসাইকেল এবং বালুবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুই ভাই হাসিব ও মেহেদী গুরুতর আহত হলে স্থানীয়রার তাদের উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়।
সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে স্থানান্তর করে। শজিমেকে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বি/ সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।