সিরাজগঞ্জ সদর উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে রিমা খাতুন (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে চর মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সোহেলকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা বলেন, নিহত রিমার স্বামী সোহেল ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভোরে চিকিৎসাধীন অবস্থায় রিমার মৃত্যু হয়। স্থানীয়রা সোহেলকে আটকে রেখে পুলিশে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, পারিবারিক কলহের জেড়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে এসেছে। তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।