মোঃ সাজ্জাদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে ঢাকুরিয়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিকনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকাল৪ টা পর্যন্ত ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে একটানা ভোটগ্রহণ চলে।নির্বাচন এ ২টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে মটরসাইকেল  প্রতীক নিয়ে  মোঃ রাশেদ আলী  ও চেয়ার প্রতীক নিয়ে  মোঃ আব্দুল হান্নান গাজী, ছাতা প্রতীক নিয়ে আনিচুর রহমান (০৩)জন প্রতিদ্বন্দ্বিতা করেন। রাশেদ আলীমটরসাইকেল ১৪৭ভোট, আনিচুর রহমান ছাতা০২ ভোট, এবং মোঃ আব্দুল হান্নান চেয়ার ৩৪২ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন।                                                                                                                                                            সাধারণ সম্পাদক পদে মই প্রতীক নিয়ে মোঃ ইসরাফিল হোসেন ও ফুটবল প্রতীক নিয়ে মোঃ আবিদুর রহমান টুকুন প্রতিদ্বন্দ্বিতা করেন।ইসরাফিল হোসেন মই ২০২ভোট মোঃআবিদুর রহমান টুকুন ২৮৭ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।                                                                                                                                                                                            ঢাকুরিয়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে ১৫ জন প্রাথী নির্বাচনে অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

মণিরামপুরের ঢাকুরিয়া বাজার বণিক সমিতির  এ নির্বাচনে মোট ১২ টি পদে ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।সভাপতি পদে  বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত ১০ জন প্রার্থী হলেন, সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাধারণ সদস্য পদে ইকবাল হোসেন, জিল্লুর রহমান, ফিরোজ হোসেন, রনি হোসেন, আবুল হাসান, লিয়াকত হোসেন ও সাইফুল ইসলাম।                          উল্লেখ্য ঢাকুরিয়া বাজার  বনিক সমিতির নির্বাচন এ ভোটার সংখ্যা ছিলো ৫১৩ জন।এরমধ্যে ৪৮৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জিরাট আলিম মাদ্রাসার (ইংরেজি) সহকারি অধ্যাপক তাজুল ইসলাম। তিনি বলেন ভোটাররা তাদের ভোট দিয়েছেন, নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। সহকারী প্রিজাইডিং অফিসার একজন এবং পোলিং এজেন্ট দুইজন। নির্বাচন সুষ্ঠ ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  ও সাংবাদিকরা উপস্থিত  ছিলেন।