স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদায় তারিফ হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, তারিফ হোসেন মানসিক ভারসম্যহীন। তিনি ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। বুধবার দুপুরে হাফিজুর রহমানের বাড়ির পিছনের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেন রোকেয়া বেগম নামের এক নারী। তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আমগাছে লাশ ঝুলতে দেখে মনিরামপুর থানা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা তার লাশ গাছ থেকে নামান।
নিহতের ফুফু জানান, আমাদের ছেলে কিছুটা মানসিক ভারসম্যহীন। আমার মায়ের অবস্থা ভালো না থাকায় আমরা তাকে দেখতে এসেছি। আমার ভাতিজির ডিভোর্স সংক্রান্ত বিষয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আজ সকালে সে বাড়ি থেকে বের হয়ে যায় স্বাভাবিকভাবে, কিন্তু সে যে এমন কাজ করবে তা আমরা কখনো বুঝতে পারিনি।
নিহতের বোন বলেন, আমার ভাই মাস খানেক আগে বিয়ে করেছে। বিয়েতে আমি বাবার বাড়িতে আসি। এখানে একদিন ছিলাম এটা নিয়ে আমার স্বামী কাউকে কিছু না বলে আমাকে কোর্ট তালাক দিয়েছে। আমার তালাকের জন্য আমার ভাই নিজেকে দায়ী মনে করতো। সেই ক্ষোভে, কষ্টে সে আত্মহত্যা করেছে।
এব্যাপারে মণিরামপুর থানায় যোগাযোগ করলে জানাযায় লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না যে কি কারণে মৃত্যু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।