মুজিববর্ষ উপলক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামায় ১৭৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জমিসহ ঘর উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২শতক জমি এবং ২ লাখ ৫৯ হাজার ৫০০ শত টাকা মূল্যের আধা-পাকা এই ঘর উপহার কার্যক্রম উদ্বোধন করেন।

পরে খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার এর সভাপতিত্বে এতে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটি এম সুজাউদ্দিন শাহ লুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, তদন্ত ওসি মমিনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনতা এতে অংশ নেয়।