পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে দেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের কাছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলায় টিসিবির পন্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন ও পন্য বিতরণ শুরু করা হয়েছে।
২০ মার্চ (রবিবার) সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
জানা গেছে, নিম্ন আয়ের মানুষের নিকট হতে এসব টিসিবির পন্য কার্ড প্রতি ২ কেজি চিনি,২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল মোট ৪৬০ টাকায় দেওয়া হবে। এবং সেটাতে প্রতিটি পণ্যের মূল্য ধরা হয়েছেঃ
চিনি কেজি প্রতি ৫৫ টাকা।
মশুর ডাল কেজি প্রতি ৬৫ টাকা ও সয়াবিন তেল লিটার প্রতি ১১০ টাকা করে বিক্রি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুল রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক সুশান্ত মহন্ত, যুগ্ম আহবায়ক সাজু ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।