-“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুরের খানসামায় তথ্য আপার বিশেষ উঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহ্ পাড়ায় তথ্য আপা জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষায়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জনবন্ধু এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, ৪নং খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক অফিসার মনজুরুল কাদেরসহ আরো অনেকে।

উল্লেখ্য যে, জাতীয় মহিলা সংস্থা,মহিলা ও শিশু বিষায়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নাধীন “তথ্য আপা” তথ্য কেন্দ্রের মাধ্যমে চাকরির খবর,পরীক্ষার ফলাফল,বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন সহ সরকারের সমাজিক নিরাপত্তা কর্মসূচি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ গ্রামীণ নর-নারীদের সার্বিক সহযোগিতা দিচ্ছে তথ্য আপা।