অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে মা ও শিশু, কিশোর-কিশোরী, ও জেন্ডার বৈষম্য সহ সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে করা জরিপ নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
ল্যাম্বের পার্বতীপুরস্থ হসপিটাল এ কর্মশালার আয়োজন করে ।
রবিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মমতাজ বেগম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী প্রমূখ ।
বক্তারা বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রনয়নের দাবী জানান।
সভায় ল্যাম্ব এর “এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রজেক্ট” এর হওয়া জরিপের মুল্যায়ন নিয়ে বিভিন্ন মতামত নেয়া হয় ।
এছাড়াও কিশোর কিশোরীদের বিভিন্ন প্রতিবন্ধকতা সহ সামাজিক নানা সমস্যার কারন এবং এর উত্তরনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ।
সভায় বড় পর্দায় জরিপের ফলাফল উপস্থাপন করেন ল্যাম্ব এমআইএস এন্ড রিসার্চ ডিরেক্টর স্টেসি
সাহা ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রজেক্টের টেকনিক্যাল অর্ডিনেটর গোলাম মোস্তফা ।
এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, ল্যাম্বের প্রজেক্ট ম্যানেজার উৎপল মিনৃজ, কর্মকর্তা গোলাম মোস্তফা, গাব্রিয়েল,ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে, আনোয়ারুল ইসলাম, শামীম কবির, আনিছুর রহমান,পরিবার পরিকল্পনা মাঠ কর্মীগন, স্বাস্থ্য কর্মী, সমাজকর্মী, নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী, সাংবাদিক রুহুল আমিন প্রধান, মতিয়ার রহমান ও ওয়েজকুরুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।