মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা, মাদক বিরোধী রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার( ৮ সেপ্টেম্বর) সকালে , নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায়, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে, সদর উপজেলার নির্বাহী অফিসার জেসমিন নাহার এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান।

এ সময়, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিনের সঞ্চালনায় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ নূরুল করিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম,শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মোঃ শাহজাহান আলী, বাংলাদেশ কেমিস্ট্রি এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালক ও জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, নীলফামারী জেলার আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রতন কুমার, জেলা ব্রাকের সমন্বয়কারী মোঃ আকতারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, কদমের নির্বাহী পরিচালক মোঃ আখতারুজ্জামান, পুষ্টি বাড়ি প্রতিষ্ঠানের উদ্যোক্তা মেহেদী হাসান, নবরুপা নারী কল্যাণ সমিতির সভাপতি সেলিনা চৌধুরী, সাংবাদিক, সেইফ ফাউন্ডেশন, সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক মাদক বিরোধী রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান, উপস্থিত সকল ছাত্রছাত্রীদের মাঝে জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ এবং অতিথি বৃন্দের মাঝে নীলফামারী জেলার সম্মাননা স্বারক প্রদান করা হয়।