শীতের প্রভাব ইতোমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। আসছে নানান সবজির। অন্যান্য শীতের সবজির সঙ্গে বাজারে নতুন আলু উঠতে শুরু করছে। তবে দাম বেশ চড়া। দিনাজপুরের হিলি বাজার ঘুরে দেখা যায় আলু বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। যদিও পুরাতন আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে।

সবজি বাজার ঘুরে দেখা যায়, বছরের প্রথম আগাম জাতের আলু বাজারে কয়েকটি দোকানে তোলা হয়েছে। ১২০ টাকা কেজি হিসাবে এসব আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। পার্শ্ববর্তী পাঁচবিবির হাট থেকে ১০০ টাকা কেজি পাইকারি কিনে আনছেন তারা। দাম নাগালের মধ্যে না থাকলেও শখের বশে অনেকেই কিনছেন এই নতুন আলু। এদিকে রাজধানীর বাজারেও আলুর দাম বেশি। শুক্রাবাদ বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

এছাড়াও রামপুরা, মিরপুর বড়বাগসহ আরও কিছু এলাকার ভ্যানে করে এক দামে ১৬০ টাকায় নতুন আলু বিক্রি করছেন সবজি বিক্রিতেরা। স্থানীয় সবজি বিক্রেতারা জানান, নতুন আলু কাওরান বাজার অথবা মিরপুর-১-এর গাবতলী বেড়িবাঁধ এলাকা থেকে নিয়ে আসেন তারা। কাওরান বাজারে দেশের সব জায়গা থেকেই কাঁচামাল আসে। আর সাভার, মানিকগঞ্জসহ ঢাকার আশপাশের কাঁচামাল আসে মিরপুরে।