একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে বাজারে অস্থিরতা বেড়েই চলছে। প্রতিদিনই লাগামহীনভাবে বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম।

তেল, চিনি, চাল, ডাল, মুরগি, সবজির পর এবার অস্বাভাবিকভাবে বেড়েছে ডিমের দাম।

মুরগির ডিমের মূল্যবৃদ্ধির কারনে অনেকেই ৭ দিন ডিম কেনা ও খাওয়া থেকে বিরত থাকতে বলছেন। লোক জন পরামর্শ দিচ্ছেন কিছুদিন ডিম খাওয়া বন্ধ রাখলেই কমবে ডিমের দাম।

আবার লোক মহল বলাবলি করেছেন, এভাবে ডিম খাওয়া বন্ধ রাখলে খামারীরা ক্ষতিগ্রস্থ হবে ও ডিম উৎপাদন বন্ধ হবে। পরবর্তীতে ডিমের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

খামারি ও সাধারন জনগনের অভিযোগ, পরিবহন সিন্ডিকেট মালপত্র আনা নেয়া বাবদ প্রায় দ্বিগুণ ভাড়া হাঁকছে যা দেখার কেউ নেই।

তারা আরও বলেন, “আগে যেখানে ১৭/১৮ হাজার টাকায় এক গাড়ি নেয়া যেত, সেই গাড়ির ভাড়া চায় ২৬/২৭ হাজার টাকা। তাদের মন মতো সব, এখানে আমাদের কিছু বলার নাই। প্রশাসনও কোন ব্যবস্থা নেয় না।”

পরিবহন খরচ বাড়ার পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মুরগির ডিমের দামও বেড়েছে।