নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের করোনা টিকার নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) যেসব শিক্ষার্থীর (১৮ বছর বা ১৮ বছরের বেশি বয়সী) এনআইডি নেই, তাদের তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে ([email protected]) মেইলে পাঠানোর জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পাঠানো চিঠিতে প্রদত্ত ছক অনুযায়ী শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর, নাম, লিঙ্গ, বিশ্ববিদ্যালয়ের নাম এবং জন্ম তারিখ উল্লেখ করতে বলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।