বিদেশে উচ্চশিক্ষার জন্য একজন শিক্ষার্থীকে কিভাবে তার স্নাতক পড়াকালীন সময়ে ই নিজেকে প্রস্তুত করবে সে লক্ষ্যে সম্যক ধারণা নিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়জিত হয়েছে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক গাইডলাইন ওয়েবিনার “ড্রীম স্টাডিং এব্রোড”।
শনিবার (২৭ আগস্ট) অনলাইন প্লাটফর্ম গুগল মিটে শতাধিক শিক্ষার্থীর প্রাণোচ্ছল অংশগ্রহণে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে অতিথি বক্তা মাশফিকুর রহমান বিভিন্ন দেশে উচ্চাশিক্ষার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনের জন্য করণীয়সহ ইত্যাদি বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের নিকট ফুটিয়ে তোলেন।
ওয়েবিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় বসবাসরত “রেডি টু স্টাডি” এর প্রতিষ্ঠাতা মাশফিকুর রহমান।
ওয়েবিনারে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, এমন একটি সময়োপযোগী সেমিনারের খুব প্রয়োজন অনুভব করছিলাম। এই ওয়েবিনারের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা নিতে হলে আমাকে কিভাবে প্রস্তুতি নিয়ে নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে হবে এ বিষয়ক বিস্তারিত ধারণা নিতে পেরেছি।
শিক্ষার্থীদের লক্ষ্যপূরনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ এরুপ ওয়েবিনার আয়োজনের বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার বলেন, বেশিরভাগ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে। সঠিক তথ্য ও গাইডলাইনের অভাবে যেনো কোন শিক্ষার্থীকে তার স্বপ্ন থেকে সরে না দাঁড়াতে হয় এজন্য ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এই বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক ওয়েবিনার আয়োজন করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদেরকে যুগোপযোগীভাবে চাকুরী বাজারের জন্য প্রস্তুত করতে সিভি রাইটিং কর্মশালা, প্রেজেন্টেশন বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে তোলায় সহযোগী হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সবসময়ই সহায়তা করে যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।