• খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে স্ব স্ব ইউনিটের রেজাল্ট পাওয়া যাবে।

    আজ শুক্রবার (০৪ নভেম্বর) বিকেল ৫টার পর ফলাফল প্রকাশ করা হয়। প্রথম মেধাতালিকায় ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তির আবেদন জমা হিসেবে এবার আসন বিবেচনায় সর্বোচ্চ আবেদন পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। এবছর নিজস্ব পদ্ধতিতে মেরিট ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে খুলনা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছের অন্তর্ভুক্ত সকল বিশ্ববিদ্যালয়গুলো। এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় পূর্ব নির্দেশনাকেই অনুসরণ করতে হবে।

    উল্লেখ্য, এবছর খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মোট আবেদন করেছে ৫৩ হাজার ৪৯ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে এ ইউনিটে আবেদন পড়েছে ১৭১২৫টি, বি ইউনিটে আবেদন পড়েছে ২০৯৮১টি এবং সি ইউনিটে আবেদন পড়েছে ১৪৯৪৩টি।