
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) লক্ষ্মীপুর স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৯০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নিশাদ মাহমুদ ফরহাদকে সভাপতি এবং ফাইন্যান্স বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রায়হান নিজামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রান্ত দাস (১৬) এবং সহ-সভাপতি হিসেবে রায়হান খান (১৬), সালেম হোসেন সিয়াম (১৬), অষ্টমী চ্যাটার্জি অর্ণা (১৬), মিজানুর রহমান (১৬), মিফতাহুল জান্নাত মিফতা (১৬), সাফায়েত কাজী (১৬), আব্দুল কাদের জিলানী (১৬), আসমা আক্তার নিপা (১৬), গোলাম হাফিজ ফাহিম (১৬), মেরাজ ইসলাম অপূর্ব (১৬), ফারহানা ইয়াসমিন (১৬) ও সুমাইয়া মুমতাহিনা (১৬) দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রাজিব হোসেন (১৭) এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসিফ হোসেন (১৭), মুরাদ হোসেইন শান্ত (১৭), আব্দুল সোবহান (১৭), মাহমুদুর রহমান (১৭), হাবিবুর রহমান হাবিব (১৭), মোহাম্মদ আজিম (১৭), শরীফ হোসেইন (১৭), তানভীর হোসেন (১৭), মিজান হোসাইন (১৭), সাব্বির আহমেদ সিদ্দিকী (১৭), ওমর ফারুক (১৭), ফাহামিনা বিনতে সিদ্দিক (১৭) ও অথৈ দাস মেঘলা (১৭) দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আব্দুল আজিজ পাভেল (১৮), সাবিনা আফরোজ প্রিয়া (১৮), সম্রাট হোসেন (১৮), মায়েশা ফাহমিদা ইসলাম (১৮), জিহাদ (১৮), শাফায়াত বিন নাসির (১৮), ইমন পাটোয়ারী (১৮), মুহাম্মদ খালেদ (১৮), মো. রাসেল হোসেন এমেলি (১৮), শৌরভ সাহা (১৮), সৃজন সাহা স্বপ্ন (১৮), মো. সুমন হোসেন (১৮), মেহেদী হাসান প্রবা (১৮), মাহমুদুর রহমান সৈকত (১৮), সুলতান মাহমুদ রাতুল (১৮) ও শাহ শরীফুল ইসলাম জামিল (১৮)।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মিনহাজ ইসলাম (১৮), প্রচার সম্পাদক মেহেদী হাসান (১৯), উপ-প্রচার সম্পাদক অন্তর দাস (১৯) ও আব্দুর রহমান (১৯), অর্থ সম্পাদক তিয়াস নাথ (১৯), উপ-অর্থ সম্পাদক মুশফিকুর রহমান (১৯) ও জাহিদ হাসান তুষার (১৯), আইন বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান (১৯), উপ-আইন বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া ইতি (১৯), ছাত্র বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ (১৯), উপ-ছাত্র বিষয়ক সম্পাদক রিদোয়ান বিন হাফিজ রুবাব (১৯) ও মুজতবা রাফিদ (১৯), ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল আদনীন পূর্ণন (১৯), উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক তাবাসসুম জান্নাত নাফিসা (১৯), শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ নাঈমুর রহমান মাহিন (১৯), উপ-শিক্ষা সম্পাদক মাহিয়া খানম মিমি (১৯) ও সামিয়া মেহজাবিন (১৯), পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান পাটোয়ারী (১৯), উপ-পরিকল্পনা সম্পাদক ফাহমিদা তাসফিয়া (১৯), আপ্যায়ন সম্পাদক আফসার উদ্দিন লিমন (১৯), উপ-আপ্যায়ন সম্পাদক পারিজা রহমান নিস্পা (১৯), ধর্ম সম্পাদক নোমান উদ্দিন (১৯), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (১৯), ক্রীড়া সম্পাদক তাহসিন ইবনে বাহার (১৯), উপ-ক্রীড়া সম্পাদক মুগ্ধ (১৯), নাট্য ও বিতর্ক সম্পাদক তামজিদ উল হক (১৯) এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক উম্মে হাফসা (১৯) মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার কাদের প্লাবন (২০), আবিবা আলম (২০), ইসরাত জাহান সামিয়া (২০), আফরিদা তাহসিন হৃদিতা (২০), রাঞ্জিম হোসেন ইমরান (২০), মো. মেহেদী হাসান রাফি (২০), মুস্তাকিম বিল্লাহ রাহাত (২০), সালমান সামি (২০), নাজমুস সাকিব (২০), তাসফিয়া জামান (২০), মেহেদী হাসান ইমন (২০) ও ইসরাত জাহান (২০)।
নবগঠিত কমিটির সভাপতি নিশাদ মাহমুদ ফরহাদ বলেন,
“লক্ষ্মীপুর স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর প্রতি, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করেছেন। ৫ই আগস্টের পর থেকে সংগঠনটি নতুন দিকচিন্তার সূচনা করেছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনটিকে আরও গতিশীল, কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে কাজ করে যাবো। আমাদের লক্ষ্য শুধু ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন নয়, বরং জেলার প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা, দক্ষতা ও ক্যারিয়ার বিকাশে বাস্তব ভূমিকা রাখা।সিনিয়র-জুনিয়র সবার সহযোগিতায় আমরা আমাদের জেলা কল্যাণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”
সাধারণ সম্পাদক রায়হান নিজাম বলেন,প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যকে আমার ওপর আস্থা রাখার জন্য। জেলা কল্যাণ শুধু আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হবে আরও ডায়নামিক ও বাস্তবধর্মী। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। নবীন শিক্ষার্থীরা যাতে সহজে বাসা খুঁজে পেতে পারে, সে বিষয়েও সহযোগিতা থাকবে। এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য জেলা কল্যাণের দরজা সবসময় খোলা থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।