ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আজাজ শহরে দু’দিন নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকুর খোঁজ মিলেছে। আহত অবস্থায় জীবিত উদ্ধারের পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার উদ্ধার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে প্রতিমন্ত্রী লিখেন- আলহামদুলিল্লাহ। তুরস্কে গোলাম সাঈদ রিংকুকে ভবনের নিচে চাপা পড়া অবস্থা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়া হয়েছে চিকিৎসার জন্য। সে শারিরীকভাবে প্রচন্ড দূর্বল, তার জন্য দোয়া করবেন। প্রতিমন্ত্রী লিখেন- আমরা কৃতজ্ঞতা জানাই তুরস্ককে তাদের উদ্ধার তৎপরতার দক্ষতার জন্য।
উল্লেখ্য, ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর এ- আলম আগে গণমাধ্যমকে বলেন, দক্ষিণাঞ্চলীয় প্রদেশের খাহরামানমারাসে ভূমিকম্পে দুই বাংলাদেশি শিক্ষার্থী নূরে আলম ও মো. রিংকু নিখোঁজ ছিলেন। তারা যে ভবনে থাকতেন সেটি বিধ্বস্ত হয়। পরে নূরে আলম কোনোমতে বের হয়ে আসতে পারলেও রিংকু বের হতে পারেনি।
কনসাল জেনারেল জানান, তুরস্কে ভূমিকম্পের পর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকু কাহরামান মারাস সুতচু ইমাম বিশ্ববিদ্যালয়ের কাছের একটি ভবনে আটকা পড়ে ছিলেন। এ ছাড়া সাত বাংলাদেশি শিক্ষার্থী গাজিয়ানতেপ অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।