সম্প্রতি একাত্তর টেলিভিশন আয়োজিত এক টকশোতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাকির হোসেনের গবেষণা নিবন্ধের অপব্যাখ্যা ও গবেষণা প্রবন্ধ নিয়ে আলোচনার নামে শিষ্টাচার বহির্ভূত আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ।
সোমবার (৭ নভেম্বর) এক প্রতিবাদলিপিতে নিন্দা জানান নেতৃবৃন্দ।
প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ বলেন,গত ২ নভেম্বর বেসরকারি টেলিভিশন এ প্রচারিত টকশোতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেনের ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে প্রকাশিত গবেষণায় বেগুনে প্রাপ্ত ভারী ধাতুর উপস্থিতি ও তার প্রভাব নিয়ে আলোচনার নামে শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন উপর্যুক্ত টক-শো সঞ্চালক এবং অপর দুই সহ-আলোচক। এই ধরনের অপব্যাখ্যামূলক আর শিষ্টাচার বহির্ভূত আচরণ প্রমিত সাংবাদিকতা ও স্বাভাবিক সৌজন্যতার সম্পূর্ণ পরিপন্থী।
নেতৃবৃন্দ বলেন, সংবাদ মাধ্যমকে একটি জাতির দর্পণ হিসেবে আমরা জানি। বিজ্ঞান নির্ভর একটি আলোচনার বিষয় বিশেষজ্ঞদের আমন্ত্রণ না করে দুই জন সাংবাদিককে সহ আলোচক হিসেবে যুক্ত করা আর তাঁদের সে বিষয়ে ন্যূনতম ধারণা না রাখা সাংবাদিকতার নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ বিশ্বখ্যাত জার্নালে বাকৃবির কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনের নেতৃত্বে বেগুনে ভারী ধাতুর উপস্থিতি শীর্ষক গবেষণাপত্র প্রকাশিত হয়। গবেষণায় জামালপুরের জেলার কিছু এলাকার চাষকৃত বেগুনে কয়েকটি ভারী ধাতু যেমন- লেড, ক্যাডমিয়াম এবং নিকেলের উপস্থিতি পেয়েছেন যা মানবদেহের সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত মাত্রায় রয়েছে। এসব ভারী ধাতু ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে বিবেচনা করা হয়। অতিরিক্ত মাত্রায় এসব ভারী ধাতুর উপস্থিতি মানব শরীরের জন্য হুমকিস্বরূপ ও মরণব্যাধি রোগ ক্যান্সারসহ অন্যান্য রোগ তৈরি করতে সক্ষম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।