রাকিব রিফাত,ইবি প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় অনুষদের ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতি হিসেবে ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিভাগের ড. মোহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে এপ্লাইড নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের ড. মোহা. আব্দুস সামাদ দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সদ্যবিদায়ী সভাপতি ড. তোজাম্মেল হোসেন নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে পরিষদের নব নির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক ড. মো. রশিদুজ্জামান।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি ড. নূরুন নাহার, ড. মুহাম্মদ আব্দুল মালেক, মো. আব্দুস শাহীদ মিয়া, ড. এ. এস. এম. আইনুল হক আকন্দ ও ড. মো. জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. রফিকুল ইসলাম ও মো. ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. মো. রশিদুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক ড. মো. শাহীনুজ্জামান, দপ্তর সম্পাদক ড. মো. হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক এস.এম. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ ড. মো. সেলিম রেজা, প্রচার সম্পাদক ড. মো. জালাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন খান, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক ড. এ.কে.এম রাশেদুজ্জামান, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মো. মনজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ড. মোছা. খোদেজা খাতুন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মো. মিজানুর রহমান ও ড. মো. আলীনুর রহমান।

এসময় সদ্য বিদায়ী সভাপতি ড. তোজাম্মেল বলেন, এই কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তারক অতন্ত্য যোগ্য মানুষ। আমাদের কমিটিতে যে কাজ গুলো আমরা করে যেতে পারিনি সে কাজ গুলোর ঘাটতি এই কমিটি পূরণ করবে। নতুনদের হাত ধরে জিয়া পরিষদ অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা সবসময়।

নব নির্বাচিত সভাপতি ড. ড. মোহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া বলেন, জিয়া পরিষদের বিদায়ী কমিটির অক্লান্ত পরিশ্রমের ফলে এই সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করেছে। সেই ধারাবাহিকতা রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। সংগঠনের কাজকে গতিশীল করতে সকলের সহযোগিতায় জিয়া পরিষদের কার্যক্রম নতুন উদ্যমে পরিচালিত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।