ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাইমিনুল ইসলাম মিশু সভাপতি ও বাংলা বিভাগের ইমানুল সোহান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার ১৯ (অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি এনামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস শুভ, জাকারিয়া হোসেন, সেলিম রেজা, আব্দুল্লাহ আল নোমান, রায়হান কবির, জিয়ন সরকার, পরিমল মূর্মু, সাংগাঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, সহ-সাংগাঠনিক সম্পাদক বিজন, নাইমুর রহমান নাঈম, সাদেক হোসাইন, সোহানুর রহমান সোহাগ, শ্রাবণ আহমেদ, হাসিবুল ইসলাম, অফিস সম্পাদক ইয়াসিন আরাফাত ইমন, জুলিয়ান জয়, ফয়সাল হোসাইন, রাকিবুল ইসলাম রকি, শাহরিয়ার নাজীম, তানভীর আহমেদ,
কোষাধ্যক্ষ সোহানুর রহমান সোহান, প্রচার সম্পাদক এস এম সৌরভ শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনাল আর্থেসহ কার্যকরী সদস্য হিসেবে চপল রায়, জুনায়েদ আহমেদ দায়িত্ব পালন করবেন।
নব গঠিত কমিটির সভাপতি মোহাইমিনুল ইসলাম মিশু বলেন, ‘ শারীরিক চর্চার মাধ্যমে দেহ ও মন ভালো থাকে। আমরা শিক্ষার্থীদের ফুটবল খেলায় উদ্বুদ্ধ করণ ও মাঠমুখী করার জন্য চেষ্টা করবো’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।