চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হয়েছেন ৭ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন। এ ঘটনায় রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তারা এ সময় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। তারা এ ঘটনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দায়ী করেছেন।
- বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাটহাজারীর ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার চট্টগ্রামের বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি হাটহাজারীর ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকায় পৌঁছলে হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছাদে বসা শিক্ষার্থী ও যাত্রীরা নিচে পড়ে যায়। কারও হাত-পা ভেঙে যায়। কারও মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন ও অক্ষত শিক্ষার্থীরা আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী জানান, চবির শাটল ট্রেনে করে ক্যাম্পাসে ফেরার পথে ছাদে বসা শিক্ষার্থীসহ অন্তত ১০ জন গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। শাটল ট্রেনটি রাত ১০টার দিকে ক্যাম্পাসে পৌঁছলে সাধারণ শিক্ষার্থীরা সেখান থেকে নেমে ক্যাম্পাসে ভাংচুর করার পাশপাশি আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।