বর্নিল আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব মোল দিবস পালিত
হাবিপ্রবি প্রতিনিধি
প্রতিবছর ২৩ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয় মোল দিবস। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব মোল দিবস-২০২২।
বর্তমানে শিক্ষাক্ষেত্র ও গবেষণায় বহুল ব্যবহৃত অ্যাভোগেড্রো মানকে কেন্দ্র করে রসায়ন জগতে মোল ডে নামে একটি বিশেষ দিন সৃষ্টি হয়েছে। রসায়ন একটি কঠিনতম সাবজেক্ট। রসায়নের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করে আনন্দময় করার জন্য বিশেষ এ দিনকে বেছে নিয়েছেন রসায়নবিদেরা।
মোল দিবস উদযাপন উপলক্ষে সোমবার(২৩ অক্টোবর) সকাল দশটায় রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা’র নেতৃত্বে বর্ণাঢ্য র ্যালী বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. বলরাম রায়, বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নাজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. আতিকুল ইসলাম এবং ড. উত্তম কুমার সরকার। এসময় বিভাগটির সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
র ্যালী শেষে অধ্যাপক ড. বলরাম রায় এবং অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বক্তব্য রাখেন।তাঁরা বলেন, “রসায়ন কঠিন সাবজেক্ট হলেও এর মধ্যে প্রশান্তি রয়েছে। যারা রসায়ন বুঝতে পারে, তারা সবই পারে। তাই রসায়ন কে চর্চা করতে হবে।”
এছাড়া মোল দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে হাবিপ্রবি রসায়ন বিভাগ। যার পুরো ব্যবস্থাপনায় ছিলো হাবিপ্রবি রসায়ন সমিতি।
উল্লেখ্য, দিবসটি পালনের দিনটি নির্ধারণ করা হয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা মানের উপর ভিত্তি করে। অ্যাভোগ্যাড্রো সংখা বলতে বোঝায় এক মোল পদার্থের কণার মধ্যে কতটি পরমাণু বা অণু রয়েছে। যার মান হলো ৬.০২×১০^২৩। অ্যাভোগাড্রো সংখ্যার নামকরণ করা হয়েছে ১৯ শতকের ইতালীয় রসায়নবিদ আমাদিও আভোগাদ্রোর নামানুসারে। আমেরিকায় অক্টোবর মাসের ২৩ তারিখে সকাল ৬.০২ থেকে সন্ধ্যা ৬.০২ পর্যন্ত পালিত হয়ে থাকে এ দিনটি । সময়টি এসেছে ৬.০২ থেকে আর দিন,মাসটি নির্ধারন করা হয়েছে ১০^২৩ থেকে অর্থাৎ ইংরেজি ১০ম মাসের ২৩ তারিখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।